Highlights
পলিকেম – ১৯৯২ সাল থেকে বাড়ছে, উন্নতি অনুভব করাচ্ছে!
গোড়ার কথা
পলিকেম – ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, একটি উৎকৃষ্ট মাইক্রো-নিউট্রিএন্ট উৎপাদক প্রতিষ্ঠান। কলকাতা শহরে অবস্থিত এই কোম্পানি প্রথম থেকেই তার পথচলায় সহযোগীদের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান , পলিকেমে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের সহযোগীদের উন্নতিই আমাদের উন্নতির আসল মাপকাঠি | প্রতি বছর আমরা আমাদের সহযোগীদের সাথে নিয়ে বার্ষিক বৃদ্ধির পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছি।
পলিকেম মানেই উৎকর্ষ
আমরা ১৯৯২ সালে আমাদের কারখানায় উৎপাদন শুরু করি, জ্ঞানে ও অভিজ্ঞতার সংমিশ্রনে স্বপন চক্রবর্তী এই প্রতিষ্ঠানের সৃষ্টি করেন | প্রথম থেকেই তাঁর দৃষ্টি ছিল উন্নত মানের উপাদান ও নির্ভরযোগ্য মানের মাইক্রো-নিউট্রিএন্ট পণ্য উৎপাদনের দিকে, এবং তা কৃষকদের ফসলের সঠিক ও উচ্চ উপজীবনী সরবরাহ করতে সাহায্য করে। তাই পলিকেমের উৎপাদিত পণ্য আজ তিন দশকের বেশি সময় ধরে বছরের পর বছর কৃষকরা ব্যবহার করে চলেছেন, তারা আমাদের উপর ভরসা রেখেছেন, সেই জন্য কৃতজ্ঞ | বাজারে অনেক সস্তা দামের পণ্য এসেছে, কিন্তু গুণমানকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি, প্রতিটি ব্যাচের পণ্যের সঠিক পরীক্ষণের পরই তা আমাদের কারখানার বাইরে বেরোয় | স্বপন বাবু আজ আমাদের মধ্যে নেই কিন্তু তাঁর প্রদর্শিত পথই আজও আমাদের পথ নির্দেশ করে দেয় |
আমাদের পরিচিতি
আমরা কলকাতায় অবস্থিত, তবে কলকাতায় আমাদের বিশেষ কেউ চেনে না, তাতে অবশ্য আমরা বিন্দুমাত্র দুঃখিত নই ! আমাদের সুদূরপ্রসারী বিতরণ নেটওয়ার্ক বাংলার গ্রামাঞ্চলে ডালপালা ছড়িয়েছে গত তিরিশ বছরের বেশি সময়ের প্রচেষ্টায় | এই দক্ষ এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক এটি নিশ্চিত করে যে আমাদের উচ্চ মানের পণ্যগুলি প্রতিটি এলাকার কৃষকের কাছে পৌঁছায়, কৃষি জগতের উন্নতি এবং সফলতা নিশ্চিত করে।
ভবিষ্যত পরিকল্পনা
বর্তমানে আমরা নতুন প্রযুক্তিকে সব ক্ষেত্রে ব্যবহার করার দিকে এগিয়ে চলেছি , এই উন্নত পরিকল্পনায় আরো উন্নত যন্ত্রপাতির সাহায্যে ও গবেষণাকে সাথে নিয়ে অদূর ভবিষ্যতে আরও নতুন ধরনের পণ্য আমরা নিয়ে আসবো, উন্নত মানের সফটওয়্যার ও আমাদের এই পরিকল্পনার অংশ| এই ওয়েবসাইট আমাদের এই সমস্ত পরিকল্পের একটি অংশ| এর সাহায্যে আমরা সহজেই আপনাদের কাছে আমাদের পণ্য, পুরাতন বা নতুন, নতুন কোনো স্কিম অথবা অন্য কোনো বিষয় সহজেই উপস্থাপিত করতে পারবো | আপনারা ও আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন |
আরো এগিয়ে…
পলিকেমে আমরা বিশ্বাস করি; পলিকেম , কেবলমাত্র মাইক্রো-নিউট্রিএন্ট উৎপাদনের ক্ষেত্রে নয়; আমরা বাংলার কৃষিজ ক্ষেত্রে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আপনাদের সাথে নিয়ে আরো এগিয়ে যাব | কৃষি অদূর ভবিষ্যতে অনেক নতুন পরীক্ষার সামনে পড়তে চলেছে মূলত
পৃথিবীর আবহাওয়া পরিবর্তন মানব সমাজকে ক্রমাগত কোনঠাসা করছে ; প্লাস্টিকের ব্যবহারের অস্বাভাবিক বৃদ্ধি , সাথে মিঠা জলের যোগানেই সংকোচন; বেড়ে চলা তাপমাত্রা এবং ঝড় বৃষ্টির সময় পরিবর্তন, এর সাথে রয়েছে কোনো এলাকার হঠাৎই খরাপ্রধান বা অতি ঝড়প্রবণ এলাকায় পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা | খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাই আগামী পৃথিবীর কাছে বৃহত্তম চ্যালেঞ্জ হতে চলেছে ; তাই আগামী দিনে চাষের গুরুত্ব আরো অনেক গুণ বৃদ্ধি পেতে চলেছে | দ্রুত পাল্টে যাচ্ছে পরিস্থিতি, তাই পাল্টাবেই চাষের মাধ্যম, পদ্ধতি, ইত্যাদি | চাষের এই আমূল পরিবর্তন অবশ্বাম্ভাবী | আমরাও আমাদের সীমিত ক্ষমতায় এই লড়াইয়ে আপনাদের পাশে থেকে কৃষিকাজের, তথা খাদ্য নিরাপত্তায় অংশ নেওয়ায় বধ্বপরিকর, নানান পরিকল্পনা রয়েছে যা ধীরে ধীরে আমরা সফল করার দিকে এগিয়ে নিয়ে যাবো , যা আপনাদের ভবিষ্যতের কৃষিকাজকে সময়োপযোগী সমাধান দেবে |
অশনি সংকেতের মধ্যেও আগামী দিনের শুভ কামনা রইলো পলিকেমের প্রতিটি সদস্যের জন্য |